করেছে। গে পটভুমির উপর উপন্যাস লেখায় কিরিল ম্যারিৎচকভ কে রোম থেকে
বহিঃষ্কার করার ঘোষণা দেয়া হয়। ৩৭ বছর বয়স্ক কিরিল ইটালীর পটভূমিতে একটা
উপন্যাস লিখেছেন। উপন্যাসের প্রধান চরিত্রদের একজন আরেকজন পুরুষকে সেক্স
এর জন্য টাকা পরিষোধ করেন। বিষয়টি নিয়ে ভ্যাটিকান এবং বুলগেরিয়ার মধ্যে
কিছুতা উদ্বেগ বিরাজ করছে।
চার্চ কি এখনো সেই মধ্যযুগে আছে। তারা এখনো কি লেখকদের ঠিক করে দিতে চায়
তাদের উপন্যাসে তারা কি লিখবে। এই চার্চ তো সক্রেতিসকে বিষ খাইয়ে
মেরেছিল, কোপারনিকাসকে আগুনে পোড়াল, বৃদ্ধ গ্যালিলি গ্যালিলিওকে মিথ্যার
কাছে মাথানত করে মাফ চাইয়েছিল। এর প্রতিটি ক্ষেত্রে চার্চের অবস্থান ছিল
ভূল। ধর্মের নামে চার্চ আর কতকাল একটি বিশেষ শ্রেনীর মানুষকে অধিকার
বঞ্চিত করে রাখবে। অবিবাহিত যাজকদের ভিতর সমকামিতার প্রবণতা যে কত বেশী
সেটা তো আজ আর কোন গোপন বিষয় নয়। আমি ভ্যাটিকানের এই মুর্খ অবস্থানের
নিন্দা জানাচ্ছি। কিরিল অবশ্যই বুলগেরিয়ার রাষ্ট্রপতি হওয়ার যোগ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন