আমরা যারা বিসিএসের পড়াশোনা করিতারা সবাইকিন্তু পৃথিবীর বড় ছোটবিষয়াবলী ভালইজানি। পৃথিবীর বড় ফুল কোনটা, পৃথিবী সবথেকে উঁচুমানুষ কে, ক্ষুদ্রতম মানুষের সাইজ কত। কিন্তু যদিপ্রশ্ন করাহয় পৃথিবীর সব থেকেবড় পুরুষাংগ কোন মানুষের? আমি জানিতুমি তোমারহাতের ইয়ামোটা বিসিএস বইটা প্রথমে বন্ধ করবে। তারপর আমারকপাল বরাবরনিরিখ করেছূড়ে মারবে। বলবে শালাবদের বাক্স, আমি কিপৃথিবীর পুরুষমানুষের প্যান্ট খুলে দেখেবেড়াব কারসাইজ সবথেকে বড়।
আস্তে মামু! বেশী ভাব নিওনা। এই জিনিস যদিতোমার হইততাহলে আমিনিশ্চিত তুমিপ্যান্ট খুলেদৌড় লাগাইতা গিনেস বুকেনাম লেখাইতে। আমাদের পুরানঢাকাসহ সারাবাংলাদেশের ইলেক্ট্রিকেরখাম্বা গুলোতে এক ধরণেরবিজ্ঞাপণ দেখাযায়, বিশেষ জিনিষের সাইজবৃদ্ধির জন্যমালিশ করারতৈল গ্যারান্টিসহ বিক্রয় করাহয়। তাও মাত্র ৩ থেকে ৭ দিনের মধ্যেফলাফল। আমাদের সরকার বাহাদুর কিন্তু একমাসের ভিতরএইচএসসি পরীক্ষার ফলাফল দিতেপারেন না। যাই হোক, আমি যদিপৃথিবীর সেইপুরুষটি হতাম, যার বিশেষসাইজ রিমার্কেবল। তাহলে কিহত বলত। আড়ালে আবডালে আমাকে নিয়েআলোচনা হত। আমি হতামটক অবদ্যা টাউন।
কিন্তু এই বিশেষ জিনিসের সাইজবেশী মাত্রাতিরিক্ত হলে তা অনেক সময় ঝামেলার কারণ হয়েদাঁড়ায়। সেই পুরুষটির নাম, জোনাহ ফ্যালকন। তার বিশেষজিনিশের সাইজস্বাভাবিক অবস্থায় ৯ ইঞ্চিএবং উত্তেজিত অবস্থায় ১৩.৫ ইঞ্চি। সানফ্রান্সিস্কোর বিমানবন্দরেTSA তাকে আটকেদেয়া হয়। বারবার জানতেচাওয়া হয়সে তারপ্যান্টের ভিতরকি লুকিয়ে রেখেছে যাতাদের ডিটেক্টরকেও ফাঁকি দিতেসক্ষম হয়েছে? সে যতই বলে এটাতার পুরুষাঙ্গ। কিন্তু তারামানতে নারাজ। তারা এটাকেপাইপ বম্বহিসেবে সন্দেহ করে। তার প্যান্টের উপরপাউডার জাতীয়কিছু ছড়িয়েদেয়। সে নিরুপায় হয়েদেখতে থাকে। একসময় অবশ্যতাদের ভূলভাঙে এবংফ্যালকনকে ছেড়েদেয়।
হাফিঙ্গটন পোস্টে প্রকাশিত খবর। আশা করি কেউবিরক্ত হলেননা। জানার কোন শেষনেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন