১৩ অক্টোবর, ২০১২

আমেরিকার নির্বাচনে সর্বাধিক সমকামী প্রার্থী

আমেরিকার আসন্ন নভেম্বরের নির্বাচনে রেকর্ড সংখ্যক গে প্রার্থী
প্রতিদ্বন্দিতা করবেন। নয় জন ঘোষিত গে প্রার্থী প্রধান দলগুলোর নমিনি
হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ অথবা সিনেটে লড়বেন। ৬ নভেম্বরের
নির্বাচনের পরে তারা যদি বিজয় অর্জন করতে পারে তবে সেটা আমেরিকার
ইতিহাসের জন্য অন্যরকম এক দিগন্তের সূচনা করবে।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম গে এশিয়ান আমেরিকান ক্যালিফোর্ণিয়ার
মার্ক টাকানো এবং প্রথম বাইসেক্সুয়াল সদস্য হিসেবে আরিজোনার ক্রিস্টেন
সিনেমাকে পেতে যাচ্ছে।

কংগ্রেস প্রথম গে সিনেটর হিসেবে উইসকনসিনের ট্যামি বডউইন কে পেতে যাচ্ছে।
ঘোষিত গে ক্যাণ্ডিডেটদের মধ্যে ৮ জন প্রধান একটি দল থেকে মনোনয়ন পেয়েছেন।
যা আগে কখনো হয়নি। কলারাডোর ডেমোক্রাট জ্যারড পোলিস এবং রোড আইল্যান্ডের
ডেভিড সিসিলিন হট ফেভারিট হিসেবে নির্বাচনে লড়বেন।

রিপাবলিকান দল থেকে একজন গে প্রার্থী ঘোষণা করা হয়েছে, মাসাচুয়েট'স থেকে
রিকার্ড তিসেই কে। তিনি হাউস সিটের জন্য প্রতিদ্বন্দিতামূলক প্রচারণা
চালিয়ে যাচ্ছেন।

নিউ ইয়োর্কের প্রথম গে কনগ্রেস প্রার্থী ম্যালোনি বলেন, ভোটাররা অর্থনীতি
এবং স্বাস্থ্যখাতের দিকে বেশী নজর দিবেন, গে অধিকারের উপর নয়।
বাংলাদেশে কি সব মানুষ ভালবাসার সমান অধিকার পাবে কখনো?

কোন মন্তব্য নেই:

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?