১৪ অক্টোবর, ২০১২

ঘৃণা যাদের মৃত্যুর কারণঃ

আমরা এক অস্থির পৃথিবীতে বাস করছি। এখানে আমাদের অধিকাংশ মানুষকে দিনান্ত
পরিশ্রম করতে হয় বেঁচে থাকার তাগিদে। তাই মৃত্যু এখানে কাম্য নয়। তারপরও
কিছু মানুষকে নিয়তির পরিহাসে চলে যেতে হয় না ফেরার দেশে। স্বাভাবিক
মৃত্যু সেতো প্রকৃতির চিরন্তন বিধান। কিন্তু অনাকাঙ্খিত মৃত্যু কেউ কি
মেনে নিতে পারে!

থাপেলে মাকুটলে, নোক্সোলো নকোসানা, জোডি দবরস্কি, ডেভিড কাটো, হার্ভে
মিল্ক, ম্যাথু শেফার্ড, ক্রেইগ গিই, এলেক্সিস ফ্রুমিন, ব্রেনডন কোর্টনি,
ফ্যান এন এডি, লরেন হ্যারিস, এঙ্গি জাপাটা – কিছু মানুষের নাম। এই
মানুষগুলো অক্টোবর মাসে খুন হয়। তাদের একটাই অপরাধ ছিলো – তারা সমকামী।
পৃথিবীতে আমরা সাম্যের গান গাই। পৃথিবীর সব মানুষের অধিকার সমান বলে
চিৎকার করি। কিন্তু এটাই আমাদের বাস্তব পৃথিবীর বাস্তবতা। আফ্রিকা থেকে
এশিয়া, ক্যারিবিয়ান থেকে ইউরোপ, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা,
ওশেনিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সব খানেই আজ মানুষ সৃষ্টিকর্তার
হয়ে বিচারকের আসনে বসে অন্য মানুষকে হত্যা লীলায় মেতে উঠেছে।
সৃষ্টিকর্তার ক্ষমতা কি এতই কম যে তার সাহায্যকারী সৈন্যের দরকার পড়ছে!

কোন মন্তব্য নেই:

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?